চাতকের মতো চেয়ে আছে মন
প্রিয় সখা তোমার দেখা হবে কখন।
কবে খুঁজে পাবো এই জীবন পথে
রয়েছে যেথা অমৃতের আস্বাদন।
তুমি ছাড়া আর কে আছে আমার
নিভিবে কেমনে অনল যন্ত্রণার,
ক্ষনিকের সুখে দুঃখে হায়
এ জীবন জ্বলে পুড়ে যায় ,
বসে থাকি আশায় আশায়
আসবে কবে সেই শুভক্ষণ।
চাহিনা ক্ষনিকের সেই সুখ জীবন ভরিয়া
যার পিছে রেখেছ দিয়ে দুঃখ বিছাইয়া ,
শুধু চাই সখা তোমার সেই সঙ্গ সুধা
যা মিটাবে মনের তৃষা অমৃতের ক্ষুধা।
বয়ে যায় ক্ষণ জীবনের অমূল্য সময়
দেখা হবে কি -ধন্য হবে কি জীবন ।
৭১

মন্তব্য করতে ক্লিক করুন