দেখেনি তাহারে আঁখির’পরে
তবুও সেজেনো হৃদয় হরে।
জানিনা কখন সে কাছে এসেছিলো
জ্যোৎনা রাতে মধুর হাসি হেসেছিলো
হৃদয় তারে কাঁদিয়া মাগে
মনের মাঝে আপন লাগে।
তাহারে সদাই হৃদয় মাগে
এমন বেদনা হয়নি আগে
আঁখির জলের উষ্ণ পরশ
দুঃখের মাঝেও মধুর লাগে।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন