Amarendra sen

কবিতা - দুর্বল বোঝার আগেই

Amarendra sen
রবিবার, ৩০ জুন ২০২৪ সাম্য-জীবনমুখী কবিতা

আমরা জানি সবাই দুর্বলের বন্ধু
চারিধারে কেহ নাই
তাদের এড়িয়ে গিয়ে আত্মীয় হলেও
পরিচয় মুছে দিতে চাই।
খ্যাতিমান বলশালী ক্ষমতা প্রভাব
রয়েছে সব যাদের হাতে
পরিচিত হতে চাই সেই পরিচয়ে
আমরা সবাই দুনিয়াতে।
যে পাতার তলে তার সুলভ শিকার
বহুরুপী বদলায় রং
সুযোগ সন্ধানী যারা বদলে স্বভাব
বাড়ে বাড়ে হতে যায় সং।
দুর্বলের অধিকার করতে রক্ষার
হয়েছে বিপ্লব দেশে দেশে
আবার শাসক হয়ে করে গরিবেরা
শোষণ শাসকের বেশে।
গলা ফাটাই সবাই গণতন্ত্র চাই
বাক স্বাধীনতা মুক্তিরশ্বাস ,
(কিন্তু) শাষক হয়ে তারাই করে কণ্ঠরোধ
এনে দিয়ে আইনের ফাঁস।
অসহায় বাধা ষাঁড় দুর্বল মানব
(শুধু) কসাইয়ের হালে জোতে
পিঠে নিয়ে যায় তারে ক্ষমতার হাটে
(কিছু ) বোঝার আগে জবাই হতে।

পরে পড়বো
৪৮৯
মন্তব্য করতে ক্লিক করুন