কেন লেখো কবিতা কবি
অন্ধ ঘরের কোণে?
তোমার লেখা পড়ে আলো
জ্বলবে কার মনে?
নিজের ঘরে আঁধার ভরে
চোখের আলো দিয়ে,
সবার জন্যে আলোর পথ
দেখাও ব্যথা নিয়ে;
যে জন খোঁজে না আপন মনে
নিজের মনের কথা,
কেমন করে বুঝবে সে যে
কবির মনের ব্যথা?
যেদিন সবাই ভাববে বসে
একলা মনের কোণে,
কিসের আশায় ছুটছি সবাই
কোন মায়াবীর টানে;
সেদিন সবাই তোমার মতোই
বন্ধ ঘরের কোণে,
লিখবে বসে কবিতা অনেক
একলা মনে মনে।
২৮৫

মন্তব্য করতে ক্লিক করুন