এস চির শান্তি পরম প্রশান্তি
এস চির স্থির অচঞ্চল,
অসংখ্য তারণার বিদ্যুৎগতি
হোক স্থির চির নিশ্চল l
মিশে যাক তোমার অনন্ত
পরম শান্তির নীড়ে ,
আমার সকল ভালো মন্দ
যা কিছু ধরার তীরে ;
যত আনন্দ যত নিরানন্দ-
আশা নিরাশার আধার,
মুছে যাক সব চির শান্তির
নিশ্চল ক্রোড়ে তোমার।
কালনিদ্রায় অহমিকা মুছে যাক-
রুদ্ধ হোক চির উত্থান,
আমার প্রবৃত্তির উৎশৃখল আকুতির
হোক- চিরঅবসান,
স্থুল ভালোবাসা মুছে যাক চিরতরে
হোয়ে দেহের অবসান ;
আমার পঞ্চবৃত্তি পাবেনা আর
অশ্বপৃষ্ঠে ঘোরাতে চাবুক,
স্থুলসত্তা পঞ্চভূতে মিশিয়ে দেবে
চিতার পাবক সর্বভুক।
নাজানি পরজ্ন্ম আছে কিবা নাই
নাই চিন্তা ভবিষ্যতের ,
পরাভব মানি জন্মের অনন্ত গ্লানি
মুছে দাও আমার ,
হে শান্তির নীড় সুষুপ্তি সুধীর –
তূরীও সিন্ধু শান্ত আধার।
আর ভালোবাসা আমার শুভেচ্ছা
রয়ে যাক অনন্তকাল,
আকাশে বাতাসে ধরণীর ধুলাতে-
সুখে থেকো চিরকাল ;
তোমাদের ভালোবাসা রেখেছিলো আমায়
এতদিন ধরণীতে ,
কত ভালোবেসেছো কত বেদনা দুঃখ
নিয়েছো মাথা পেতে।
আমার ভালোবাসা আমার প্রেম
সুবাসের মতো চিরদিন
তোমাদের তরে রবে অকৃত্তিম
অনন্তকাল অমলিন।

০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
৩৯
মন্তব্য করতে ক্লিক করুন