Amarendra sen

কবিতা - এস প্রিয় তুমি

Amarendra sen
শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ আধ্যাত্মিক কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা

হৃদয়ের আনন্দ কুসুম বনে
এস প্রিয় তুমি গোপনে ।
তোমার নয়নে নয়ন রাখিয়া
আমি করিব সুখের সাধনা
তোমার স্মরণে এই তনুমনে
জুড়াইব মনের সকল বেদনা ।
দিবস রজনী তোমাতে হব হারা
করিয়া তোমারে জীবনের ধ্রুবতারা,
দিয়ে প্রাণ মন সাধিবজীবন
ছোয়াইয়া রাঙ্গা চরণ এই ভুবনে ।

পরে পড়বো
৫১
আবৃত্তি করেছেন: অ ম রে ন্দ্র সেন
মন্তব্য করতে ক্লিক করুন