Amarendra sen

কবিতা - হারিয়ে যাই

Amarendra sen
শুক্রবার, ১৭ মে ২০২৪ রূপক কবিতা

সাধ হয় লিখে যাই—
যত আছে মনের সব কথা,
থাক না গোপনে মনের কোণে
প্রকাশ হোক কবিতায় সবিতা।

অনুষ্টুপ বৃহতী জগতী
কিংবা অন্তমিল পয়ার
কোনো ছন্দই মেলে না
সরল লেখাতে আমার।

হারিয়ে যাই আপন মনে
যেন মনের কোন্ বিস্মরণে,
বিশ্বের কোলাহল মাঝে
হারিয়ে যাই একাকী নির্জনে।

তরুলতার ভিড়ে বাগানে
যেন ক্ষুদ্রলতা এক কোণে
নিরুপদ্রবে বেড়ে ওঠার
করে আকুল ব্যাকুলতা;
হৃদয়ের অব্যক্ত কথায়
কলাপ মেলিতে চায়
আমার না বলা কবিতা।

ওই অবারিত নীলাকাশ
বাধিতে চায় বাহুপাশ
হাওয়ায় দুলে যায় মাধবীলতা
পাঠায় সুবাসিত সুখ বারতা।

দিনের শেষে গোধূলির
মৃদু আলো-আঁধার
লুকোচুরি খেলে ঘোমটা লয়ে
অপরূপা রূপসী সন্ধ্যার।

একলা মন হারিয়ে যায়
দিগন্তের সেই শেষ সীমানায়,
যেখানে আকাশেরে নিয়েছে টানি
সিন্ধু-ঊর্মি করিতে সতত কানাকানি ।
11/6/23

পরে পড়বো
৩৩৩
মন্তব্য করতে ক্লিক করুন