Amarendra sen

কবিতা - হারিয়ে যাওয়া দিনগুলি

Amarendra sen
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ বিরহের কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা

হারিয়ে যাওয়া দিনগুলি
আসবেকি আর বলো মোরে।
চলে গেছে সেতো চিরতরে
চাহিলেও পাবনাতো ফিরে।
পিছু ফিরে যত দেখা
মনের দেওয়ালে রয়েছে লেখা,
যত চাওয়া স্মৃতির পাওয়া
তত যেন মনের ব্যাথা।
আমার কথা আমার ব্যাথা
তেমনি হবে কারো স্মৃতির লেখা,
কোনো এক সন্ধ্যার কুসুম বাসরে,
জ্যোৎস্নার মত চমকিবে মনভারে।

পরে পড়বো
২৯
মন্তব্য করতে ক্লিক করুন