Amarendra sen

কবিতা - হোক সত্য শিবের বোধন

Amarendra sen
শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ সাম্য-জীবনমুখী কবিতা

সুখে ফুল তুলে দেবতার গলে

মালা দেবার সময় নেই আজ

দেবালয়ে বসে নিদারুন রোষে

দেবতা নিয়েছে রণদেহী সাজ।

যে মহিষাসুরে করেছে মর্দন

রূপসী শিবানী মহামায়া উমা

তারাই মহাপ্রবল যজমান

তারাই মন্দিরের ভূস্বামী ভূমা।

কপোল শীতলী চৰ্চিয়া চন্দনে

পুত শুক্ল বস্ত্রে ধীরু ভীরু হয়ে

যেওনা মন্দিরে নতো শির লয়ে

অসুরের শাসন অবহেলে সয়ে।

কার্তিকের মতো হও সন্তান যত

সত্য শিব সততার সেনাপতি

ভুজ পরাক্রমে বর্শা অগ্নি বর্ষণে

অসুরের হোক তারকার গতি।

সৃষ্টির শুভ মঙ্গল শক্তি লয়ে

উঠুক জেগে তীক্ষ্ণ ত্রিনয়ন

মন্দিরে মন্দিরে হোক শিবায়ন

অশিব ধ্সিয়া হোক শিবের বোধন।

পরে পড়বো
৩৬৭
মন্তব্য করতে ক্লিক করুন