Amarendra sen

কবিতা - হোক সত্য শিবের বোধন

লেখক: Amarendra sen

সুখে ফুল তুলে দেবতার গলে

মালা দেবার সময় নেই আজ

দেবালয়ে বসে নিদারুন রোষে

দেবতা নিয়েছে রণদেহী সাজ।

যে মহিষাসুরে করেছে মর্দন

রূপসী শিবানী মহামায়া উমা

তারাই মহাপ্রবল যজমান

তারাই মন্দিরের ভূস্বামী ভূমা।

কপোল শীতলী চৰ্চিয়া চন্দনে

পুত শুক্ল বস্ত্রে ধীরু ভীরু হয়ে

যেওনা মন্দিরে নতো শির লয়ে

অসুরের শাসন অবহেলে সয়ে।

কার্তিকের মতো হও সন্তান যত

সত্য শিব সততার সেনাপতি

ভুজ পরাক্রমে বর্শা অগ্নি বর্ষণে

অসুরের হোক তারকার গতি।

সৃষ্টির শুভ মঙ্গল শক্তি লয়ে

উঠুক জেগে তীক্ষ্ণ ত্রিনয়ন

মন্দিরে মন্দিরে হোক শিবায়ন

অশিব ধ্সিয়া হোক শিবের বোধন।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৫২ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন