হৃদে এস হৃদয়েশ হে
পথ চেয়ে আছি বসে তোমার।
যতেক মাধুরী হৃদয়ে ছিল
বনফুল দিয়ে তারে গাঁথিয়াছি হার।
শুকায়ে যায় আখির জল
নাজানি কত জনমের ফল
এজনম করিল বিফল
প্রিয় তুমি আসিলেনা আর।
দিবানিশি বসিয়া যমুনার কূলে
রাধা নামে কাদিবো সকল ভুলে
আমারে ভাল নাইবা বাসিলে কাছে নাইবা আসিলে
রাধা রাধা নামে এই বুক ভাসিলে
প্রিয় তোমার জমুনা তট পর-
কেমনে রহিবে দূরে বল শ্যাম নটবর ।
৫৬

মন্তব্য করতে ক্লিক করুন