Amarendra sen

কবিতা - হৃদয়ের আলো দিয়ে একবার দেখ

Amarendra sen
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ বিবিধ কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা

কবরের কীট উঁচিয়ে মুখ বুলিয়ে দাড়ি
লুঙ্গি আর জোব্বায় ভাবছে মহান
আল্লাহ যেন তার কেনা গোলাম
দুনিয়ার আর বাকি মানুষ সব হারাম।
না করলে কবুল তোমার বড়ো ভুল
দাড়িওয়ালা কীট করছে ঠিক
তোমার আর নেই বাঁচার অধিকার
তাই বিঁধে দেবে বুকে তার তলোয়ার।
দুর্গন্ধের কীট যারে মহান আল্লাহ
রেখেছে পাপের কবন্ধ অন্ধকারে
সেকিনা বলে আল্লাহর নামে
করিব জবাই দুনিয়ার সব কাফেরে?
নরকের কীট রয়ে অনন্ত অন্ধকারে
আল্লাহর মহত্ত্ব জানবি কি করে ?
সেই মহানপিতা পুত্রের প্রতি কত দয়াময়
জীবনেও হয়তো কখনোবা তার চিন্তানা হয়
মানিনা তার ইচ্ছা করিনা তার জয়গান
তবুও সে কখনো হননি কুন্ঠীত করিতে দান,
চন্দ্র সূর্যের আলো আকাশ নদীনির জল
ধরনীর ফুল ফল আর ক্ষুধার অন্নের ধান?
তবে তুমি কোথাকার নরকের কীট
মহান আল্লাহর ইচ্ছা তুমি জেনেছো একা
আবহেলা করে তার মূলমন্ত্র মানবপ্রেম
তলোয়ার হাতে ধরে চাও তার দেখা ?
তুমি তো মানুষের বেশে হিংসা লিপ্ত কেশে
নিয়ে আছ্ অধর্ম আর সীমাহীন পাপ
দূর হয়ে যাও এই সুন্দর পৃথিবী হতে
হোক ধরণী হিংসামুক্ত নির্মল নিষ্পাপ।
মহান আল্লাহ যিনি সকলের পিতা
তার কাছে দুনিয়ার সবাই এক
যদি চোখে দেখে বুঝতে না পারিস
হৃদয়ের আলো দিয়ে একবার দেখ।

পরে পড়বো
৩৮৬
মন্তব্য করতে ক্লিক করুন