Amarendra sen

কবিতা - ঝরা পাতাগো কেঁদোনা না

Amarendra sen

ঝরা পাতা গো কেঁদোনা তুমি
চৈত্রে ঝরে গিয়ে
শ্রাবনে আবার আসবে তুমি
সবুজ আভা নিয়ে।
মাটির ‘পরে ছোট্ট গাছে গাছে
বিশাল তরুর শাখায়
নতুন নতুন জাগবে কিশলয়
আঁকাবাঁকা লতায় ,
বর্ষা স্নানের নতুন প্রাণের
নতুন শক্তি দিয়ে
তোমায় ডেকে নেবে আবার
নতুন করে নিয়ে।
আবার আসবে নতুন করে
শাখায় শাখায় মুকুল
তোমায় ঢেকে রাখবে সবাই
ফুটবে যখন ফুল,
ছুটবে সুবাস কানন জুড়ে
আসবে সবাই ধেয়ে
সারা আকাশ ভাসবে আলোয়
চাঁদের নাও বেয়ে।
আসবে অলি সারা পেয়ে
ফুলের মধু খেতে
অধর কপোলে চুমে নিয়ে
উঠবে গানে মেতে।
সময় আসে সবাই ভালোবাসে
আবার সময় বয়ে যায়,
দুঃখ সুখের কলি সব শুকায়
সবুজ পাতা লুটায়।
ঝরা পাতাগো কেঁদোনা তুমি
প্রখর নিদাঘ সয়ে
আবার তরু আনবে ডেকে
নতুন প্রাণ নিয়ে ।

পরে পড়বো
২০১
মন্তব্য করতে ক্লিক করুন