Amarendra sen

কবিতা - জীবন কবিতা

Amarendra sen
শুক্রবার, ২৭ জুন ২০২৫ রূপক কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা

জীবন নয়কো শুধু ছুটে চলা
মনের চাহিদার প্লাবনে চিরদিন,
নদীর স্রোতে ভেসে চলা কাঠ
আর জীবন চলা সাদৃশ্যহীন।
জীবন মানে ভাবনা-জীবন মানে সিদ্ধান্ত
জীবন মানে করার অনুভব প্রতিটি চলনে ,
কাঠের মতোই যে ভেসে চলতে চায়
কোন অনুভব থাকে কি তার জীবনে?
এই পৃথিবীর চলমান ঘটনা প্রবাহে-
জীবনকে ছোট্ট কবিতার মতই লাগে
খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় একদিন
শুধু কর্মের রেশ থেকে যায় অন্তহীন;
আলো নিভে গেলেও সব মুছে যায় না
লেগে থাকে চোখে অদৃশ্য রস্মি তার
আপাত জীবন থেমে গেলেও পৃথিবীতে
থামেনা না রুপ রস ছন্দ জীবন কবিতার।

পরে পড়বো
১১৯
মন্তব্য করতে ক্লিক করুন