Amarendra sen

কবিতা - জীবনের সিঙ্গুলারিটি

লেখক: Amarendra sen

জীবন যেন শুধু একটাই
নিঃশ্বাসের গল্প
আর মৃত্যু হচ্ছে যেন তারই
শেষ এক বিন্দু :
ছোট বড়ো হলেও নেই তফাৎ
যেমন খুব অল্প
বা অনেক নিলেও জল
অপরিবর্তিত সিন্ধু।
হওনা তুমি মহান পুরুষ
প্রতাপশালী রাজা
মহান কীর্তির অধিকারী
কিবা সাধারণ প্রজা ;
বিন্দুতে এসে এক হয়ে মেশে
সেখানেই ইতি
শুন্যতে যেথায় সব মিশে যায়
জীবনের সিঙ্গুলারিটি।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ২৫৪ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন