এ জীবনে যদি সুখ মিলিলোনা
আমার কর্ম দিলো শুধু বেদনা ,
কোন মুখে তোমার কাছে প্রভু
করব আমি সুখের প্রার্থনা।
দুঃখের প্রহার নিয়ে যায় বার বার
আমারে তোমার রাঙা চরণ তলে
কোথা যাবো ভিজে নয়নের জলে
স্থান দিয়ো মোরে ফিরায়ে দিয়োনা ।
আজি প্রভু মনে হয় সুখ নয়
বেদনা দেখেয়েছে তোমারি পথ
ভুলতে পারিনা তাইতো তোমার ভাবনা
সেই পথেই মিলেছে আলোর দ্যোতনা।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন