Amarendra sen

কবিতা - জলছাপ

Amarendra sen
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ রূপক কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা

সবাই করে আমিও করি তাই
এর বাইরে কিছু নাই।
মানুষ ছোট থেকে বড়ো হয়
লেখা পড়া করে,
আমিও করেছি তাই দেখে
সবাই যা করে।
কিছু না কিছু করে আয় করে
কেউ ব্যবসা করে ,
কেউ বা বিরাট চাকুরী জীবি
জজ অথবা ফোরে।
সবাই বিয়ে করে সন্তান লাভে
আমিও করেছি তাই ,
সন্তান প্রতিপালে হয়ে যায় বৃদ্ধ
শেষে নেয় মৃত্যুর ঠাঁই।
সবাই যা করে আমিও করি তাই
এর বাইরে কিছু নাই।
কখনো মনে হয় শুধু কি তাই
এর জন্যই কি এসেছি ,
মানুষ হয়ে সুধু কপি করে বাঁচা
অন্যের জলছাপ মেপেছি।

পরে পড়বো
১৪৫
মন্তব্য করতে ক্লিক করুন