যতই দাওনা দুঃখ
যতই হোকনা বেদনা,
সহিতে পারিবে হৃদয় মোর
তুমি ভাঙ্গিতে পারিবেনা।
বুঝেছি প্রিয় এ জগতে সবাই
হয়না বন্ধু হয়না দুঃখের সান্তনা,
তবু অচেনা ভেবে একবার
সাধ করে ভালোবেসেই দেখনা ;
আমিতো বনের পাখি
মনেতে কিছুনা রাখি
যেথা ভালো লাগে
সেথা যায় মোর আঁখি ,
ক্ষণিক বসে কিছু না বলে উড়ে যাই চলে
মনেতে কিছুই রাখিনা —-

পরে পড়বো
৪৪
মন্তব্য করতে ক্লিক করুন