Amarendra sen

কবিতা - কালের সমন নাড়িতেছে কড়া

Amarendra sen

জীবনের দিন গুলি-প্রহরের পাতা খুলি -যায় ঝরে ঝরে
তরুর পাতার মত-নতুন হইয়া সেতো-আসেনাগো ফিরে,
আজকের দিন রাত্রি -আজকেরই শেষ যাত্রী -এই শর্বরীর
প্রিতিদিন ঝড়ে যায় -নিশির শিশির প্রায় -সময় তরীর ।
প্রতিপল প্ৰতিক্ষন-ক্ষুদ্র কাল ক্ষুদ্র ক্ষন- মুহূর্তেরি তরে
ভাবেনা কেউ ধরায়-প্রতিক্ষণ বয়ে যায়-মন অগোচরে ;
দুঃখ এলে ভাঙে মন-খুঁজে ফিরে ত্রিভুবন-সুদিনের তরে
নিশি ভাঙে স্বপ্ন লয়ে- দিন যায় ক্ষয়ে ক্ষয়ে-মনঃকষ্ট ভরে,
আনন্দ আসিলে হিয়া-সবই যায় ভুলিয়া-হয় আত্মহারা
ভুলে গেলেও সদাই-কালের সমন ভাই -নাড়িতেছে কড়া।

পরে পড়বো
১৮
মন্তব্য করতে ক্লিক করুন