Amarendra sen

কবিতা - কে কোথায় আছি

Amarendra sen
বুধবার, ০৫ মার্চ ২০২৫ রূপক কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা

শোনা যায় কুসুমের কান্না-
বাতাসে আসে ভেসে ভেসে
আকাশের বেদনা লেগে থাকে
সন্ধ্যার কুন্তল কোমল কেশে ;
শ্রান্ত ক্লান্ত নদী চলে বয়ে
সভ্যতার ক্লেদে পার ক্ষয়ে ক্ষয়ে
ক্ষীণ মলিন পীযুষ পূর্ণ ধীর ,
অধরা রয় তার শান্তির সিন্ধুনীর।
মরণের মূর্ছনা গ্রাস করে এসে
শহর নগরের পথে যেতে যেতে
সভ্যতার বিষে নিতি ঝরে পরে
কত যে ফুল জীবন তরু হতে।
কবে উন্নতিনেকড়ের ভয়াল সুর
সরল জীবন হতে হবে বহু দূর,
মুছে যাবে কুটিলচোখে কান্না কুমিরের
আসবে জীবনের স্বাভাবিক গতি ফের ।
ভেবে দেখো কি চেয়ে বসে আছ
আমরা সবাই জীবনে কি যাচি
সুস্থ জীবন সহজ প্রগতি হারিয়ে
আমরা আজ কে কোথায় আছি ?

পরে পড়বো
২২৯
মন্তব্য করতে ক্লিক করুন