যদি ক্ষনিকের কাদা হাসা
ক্ষনিকের স্নেহ ভালোবাসা
লিখেছো রেখে ধারায় ;
তবে কেন দিলে এমন বেদনা
কেন হয় এমন বিরহ কাতর
মানবের হৃদয় ।
যে যায় সেতো নিয়ে যায়-
আপনার সাথে দুঃখ বেদনা
চিরতরে সেথায় ।
যে বসে থাকে আশায় আশায়
স্মৃতির অতলে খুঁজে বেড়ায়-
ভুলে না হৃদয়
পারে না বলতে কখনো বিদায়
বেদনা তার স্থির হয়ে রয়ে যায়
আঁখির তারায় ;
বলো কেন দিলে তুমি এমন আকুল হৃদয়-
ক্ষণ জনমের আশা গতি ফের নশ্বর ধরায়,
বিরহী চোখে শুধু নামে শ্রাবনের বারি ধারা
চিরো বিষন্যের অবিরল বেদনার বরষায়।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন