Amarendra sen

কবিতা - কেন হতে পারিনি

Amarendra sen
বুধবার, ২২ মে ২০২৪ সাম্য-জীবনমুখী কবিতা

নাজানি এই বর্ষার বরিষণে
কোন সুখ স্মৃতি বয়ে আনে;
কত আনন্দ কত উচ্ছাস
উৎসাহ চঞ্চলতা ছিল জীবনে।
ছিলোনা দুঃখ দুশ্চিন্তা বিষাদ
ছিলোনা বিরহ অবসাদ মনে।
বৃষ্টির শীতল ঘন বারি ধারা
এনেছে তরুর হিয়ায় আনন্দধারা
আমি পুলক রোমাঞ্চিত সুহাসে
সুখ শিহরিত তরু কুসুমের পাশে
নীলাকাশ আদৃত সুখ বর্ষণে
আনন্দ মুখরিত এই কাননে।
শুভ আশা আনন্দ সুখ ভালোবাসা
আকাশে বাতাসে ঝরিছে ভুবনে
তবু কেন এমনি সুখী হতে পারিনি
আনন্দ প্লাবন বহিয়া জীবনে ।

পরে পড়বো
২৫০
মন্তব্য করতে ক্লিক করুন