Amarendra sen

কবিতা - কেউ খোঁজেনা উত্তর

Amarendra sen

কেন ছুটি কিসের আসায়
কোন ভরসায় ?
শুধু কি দুরাশার পথ চলা
আছে কি কারো কাছে
নিপুন সঠিক বলা ?
দিন রাত্রি শুধুই চলা
জানা নেই বোঝা নেই
নেই কোনো ঠিকানা
শুধু সবাই চলছে
চলতে হবে দাড়াবেনা
থেমে যাওয়ার যেন আছে মানা।
জানা নেই কোন ভয়ে
উঁচু নিচু সবাই
প্রতিদিন জীবনের নর্দমা ঘেটে
পুতিগন্ধময় বাঁচার দৌড়ে
টিকে থাকতে চাই।
আছে কোন মধু
যেন নব বধূ
রাত জাগে ফুলসজ্জার আসায়
যে পথে দৌড়ে বেচে থাকতে উন্মুখ
মরণের শকট ধেয়ে আসে
তাতে আছে কোন সুখ ?
ওষ্ঠাগত মরণের মার্ খেয়ে
জানা নেই আছে কিবা হলাহল
কিবা অমৃত মরণের ফল ?
যে দৌড় প্রতিক্ষনে জীবন করেছে শীর্ণ
তোমারে দিয়েছে ক্ষনে ক্ষনে ভয়
তার চেয়েও মরণ কি আরো বিভিষীকায় ?
অমূল্য ক্ষণজীবনের আশা পূর্ণ অমৃতের
কেন কেউ খোজেনা উত্তর
প্রথম প্রারম্ভেই শুরু হতে দৌড় জীবনের ?

১৬৫
মন্তব্য করতে ক্লিক করুন