Amarendra sen

কবিতা - ক্ষনিকের আশা ভালোবাসা এ ধরায়

Amarendra sen

ক্ষনিকের আশা ভালোবাসা এ ধরায়
ক্ষনিকের তরে তবুও ব্যাকুল করে
বেদনায় কেঁদে ওঠে আকুল হৃদয়।
ক্ষনিকের তরেই কি ভালোবাসি
ক্ষনিকের তরেই কি আনন্দে হাসি
ধরণী পরে হৃদয় ব্যাকুল করে
ক্ষনিকের জীবনে অশেষ আশায়।
ক্ষনিকের তরে অম্লান আশার ভরে
বাঁচিতে চাই চিরতরে এই ভূধরে ,
আকুল হিয়া প্রেমডোরে বাঁধিয়া
সবারে লইয়া চিরতরে বাঁচিতে চায়।

১৯
মন্তব্য করতে ক্লিক করুন