Amarendra sen

কবিতা - খুঁজে চলেছি বাঁচার উৎস

Amarendra sen

খুঁজে চলেছি নিঃস্বর মরুভূমির মাঝে
কোথায় জীবনের রসদ,
কোথায় বাঁচার উৎস আছে ;
একটা .স্পন্দন, অযুত শক্তিতে ঠেলে নিয়ে যায় ,মনে –
বাঁচার আশায় – যতই কঠিন হোকনা মরুভূমির চ লা-
ছুটে চলি প্রানপনে ;
কোথায় বাঁচার উৎস আছে মরুভূমির মাঝে … ,
আজ খুঁজি- খুঁজবো কাল ,
খুঁজে চলেছি অনাদি অনন্ত কাল;
শুস্ক ওষ্ঠে শীর্ণ দেহে-শরীর শেষ হয়ে যায় ,
তবু অপার শক্তি মনের মাঝে-
ছুটে চলি কোথায় উৎস বাঁচার- মরুভূমির মাঝে
কোথায় সেই জীবন মরুর অমৃত নিস্যন্দি,
খুঁজি আদি আনাদি অনন্ত কাল-
সবাই ছুটে চলি —
মরুভূমির মাঝে সবুজ শ্যামলে
কোথায় বাঁচার কল কাকলি।

পরে পড়বো
৮৬
মন্তব্য করতে ক্লিক করুন