শিয়াল পাথার দেখানো আর
নেতার কথা শোনা,
চেনা ঠককে ঋণ দিলে তেমন
বেড়ালকে ইঁদুর দেনা ;
দুরাত্মা যেমন সেজে বেড়ায়
সাধুর মতো বেশে ,
কলহপ্রিয়ার মধুর বচন
মুচকি হাসি হেসে।
কসাইয়ের যদি প্রেম হয়
নধর পাঠা দেখে ,
লোভীর যেন খিদে নেই
রসালো খাদ্য চেখে।
চরিত্রহীন-যদি নারী দেখে
শ্রদ্ধায় বলে মা ,
ভন্ড সাধু চোখে রাখে যেমন
অর্থ আর রসনা ;
স্ত্রীর মন যদি থাকে স্বামীর
অর্থ আর মানে,
আর স্বামীর টান যদি স্ত্রীর
রূপ আর যৌবনে ,
সুখ তাদের হাতছানি দেবে
আপাত সুখি সংসার
সারা জীবন কলহ করে
দুঃখ হবে সার।
দুষ্ট যদি বিনা লাভে কভু
তোমার ভালো চায়
বুঝবে সে করেছে কোনো
কৌশল নিশ্চয়।
রাগী মানুষের পাশে থেকে
বিনয় নষ্ট হয়,
বিনয়ী জ্ঞানীর আশ্রয়ে থেকে
জীবন ধন্য হয়।
১০১

মন্তব্য করতে ক্লিক করুন