Amarendra sen

কবিতা - কিছু বলা হলো না

Amarendra sen

কতো ভাবনা কতো উদ্বেগ
কত নিদ্রাহীন নিশি হয় পার
কত কিছু করি এই জীবনে
মনেতে কত ভাবনা অপার।
একে একে দিন চলে যায়
কিছু সাধ কিছু আশা পূর্ণ হয় ,
তবু বেশি সব রয়ে যায় বাকি
অপূর্ণ হয়েই চলতে থাকি।
তবু ভাবি কত করি আশা
অনিশ্চিত যেন নিশ্চিত ভরসা ,
কত কিছু রয়ে যাবে জীবনের শেষে
সময় থামেনা কখনো একটু হেসে।
জীবনের সময় বাধা-দ্রুত হয় শেষ
কত কিছু আছে করার অপার অশেষ,
চাঁদ মেশে আকাশে ঊষার আগেই
ভাবনার সাগরে খুঁজি কোথা আছে খেই ।
এতো কিছু ভেবে কিছু করা হলো না
এতো কিছু ভেবে কিছু বলা হলো না,
জীবনে চলার পথে মনের সাগরে
চিন্তার ঢেউ বাড়ে বাড়ে আছড়ে পরে।

পরে পড়বো
১৪৭
মন্তব্য করতে ক্লিক করুন