কবিতার ছলে
Amarendra sen
সবে কেটেছে কৈশোর সরল সলজ্জ মন
যখন কেবল শুরু দুরন্ত যৌবন
ঠোঁটের 'পর ধরেছিলো কোমল শ্বশ্রু রেখা
মনে পরে সেই কবে হয়েছিল দেখা ।
হঠাৎ তোমায় দেখে হয়েছিল মনে
যেন পেয়েছি সেই চাঁদ এই জীবনে
আজন্ম খুঁজেছি যারে পৃথিবীর কোনে কনে
প্রেমের জ্যোৎস্না রাতে সুখের উপবনে।
ভাবতে ভাবতে আমার এমন হলো
তোমাকে না পেলে যেন জীবন এলোমেলো ,
তোমার সবকিছুই হাত পা নখ খোঁপার ফুলটিও
যেন আমার জন্যে, আমার প্রাণের চেয়েও প্রিয়।
কত স্বপ্ন আলতো ভাবনা জেগে জেগে
পাশে বসে ঘন ঘন নিঃস্বাস মান অভিমান
চোখে চোখ রাখতেই বেপথু হৃদয়
চুমে নিয়ে যেত বাতাস হৃদয়ের ঘ্রান।
যেমন হয় ঠিক তেমনি নির্ঝরের স্বপ্ন ভঙ্গ হলো
যখন পুরুষ হিসাবে দায়িত্বের সময় এলো ,
ভালোবাসা ভালো হওয়া পুরুষের সুকুমার মুখ
কোনো যোগ্যতা নয় হয়েছে বিশাল চুক।'
রূপসী নারী জীবনে টানা হোকনা যতই ভারী
কত পুরুষ পুঙ্গব উদগ্রীব হয়ে থাকে
একটা সুযোগ আসে যদি ফাঁকে ,
অর্থ ম্যান যশ দিয়ে লুফে নেবো কামনা মেটানোর মধুর হাড়ি।
তার পর কত কাল চলে গেলো
শুধু লিখেছি কবিতা হাজার হাজার
অনেকে ভালোবেসে পড়ে দেয় উপহার
কেউ বলে কাজ নেই ব্যাটা নচ্ছার ।
জানিনা কে কোথায় আজ
ওসব ভেবে আর নেই কোন কাজ
অদম্য সাহসে বইতে চেয়েছিলাম পাহাড় যৌবন সাধে
সাহস হারিয়ে পাহাড়ই আসে নাই কাঁধে।
দেখো ভালো লাগা ভালোবাসা এক নয়
যাকে ভালোবাসি তার ভালোতে বাস করতে হয়,
বইতে দাওনি একটা ছোট্ট পাহাড় অপবাদে অপরাগ বলে
কিন্তু দেখ আজ বইতে পারি পৃথিবীর পাহাড় কবিতার ছলে।
যখন কেবল শুরু দুরন্ত যৌবন
ঠোঁটের 'পর ধরেছিলো কোমল শ্বশ্রু রেখা
মনে পরে সেই কবে হয়েছিল দেখা ।
হঠাৎ তোমায় দেখে হয়েছিল মনে
যেন পেয়েছি সেই চাঁদ এই জীবনে
আজন্ম খুঁজেছি যারে পৃথিবীর কোনে কনে
প্রেমের জ্যোৎস্না রাতে সুখের উপবনে।
ভাবতে ভাবতে আমার এমন হলো
তোমাকে না পেলে যেন জীবন এলোমেলো ,
তোমার সবকিছুই হাত পা নখ খোঁপার ফুলটিও
যেন আমার জন্যে, আমার প্রাণের চেয়েও প্রিয়।
কত স্বপ্ন আলতো ভাবনা জেগে জেগে
পাশে বসে ঘন ঘন নিঃস্বাস মান অভিমান
চোখে চোখ রাখতেই বেপথু হৃদয়
চুমে নিয়ে যেত বাতাস হৃদয়ের ঘ্রান।
যেমন হয় ঠিক তেমনি নির্ঝরের স্বপ্ন ভঙ্গ হলো
যখন পুরুষ হিসাবে দায়িত্বের সময় এলো ,
ভালোবাসা ভালো হওয়া পুরুষের সুকুমার মুখ
কোনো যোগ্যতা নয় হয়েছে বিশাল চুক।'
রূপসী নারী জীবনে টানা হোকনা যতই ভারী
কত পুরুষ পুঙ্গব উদগ্রীব হয়ে থাকে
একটা সুযোগ আসে যদি ফাঁকে ,
অর্থ ম্যান যশ দিয়ে লুফে নেবো কামনা মেটানোর মধুর হাড়ি।
তার পর কত কাল চলে গেলো
শুধু লিখেছি কবিতা হাজার হাজার
অনেকে ভালোবেসে পড়ে দেয় উপহার
কেউ বলে কাজ নেই ব্যাটা নচ্ছার ।
জানিনা কে কোথায় আজ
ওসব ভেবে আর নেই কোন কাজ
অদম্য সাহসে বইতে চেয়েছিলাম পাহাড় যৌবন সাধে
সাহস হারিয়ে পাহাড়ই আসে নাই কাঁধে।
দেখো ভালো লাগা ভালোবাসা এক নয়
যাকে ভালোবাসি তার ভালোতে বাস করতে হয়,
বইতে দাওনি একটা ছোট্ট পাহাড় অপবাদে অপরাগ বলে
কিন্তু দেখ আজ বইতে পারি পৃথিবীর পাহাড় কবিতার ছলে।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৬৫ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন