Amarendra sen

কবিতা - কোন সত্যের অপেক্ষায়

Amarendra sen
শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ রূপক কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা

কিসের নেশায় আর কিসের আশায়,
ছুটে চলেছি এই ধরায়—
বাঁচার পলে পলে, কোন শক্তিবলে
জীবনের রথ ধেয়ে চলে?

শুধু মিছে খেলা, বয়ে যায় বেলা—
জীবনের হাসি-কান্নার মেলা;
ক্ষণিকের স্বপনের মতো নিশির আঁধারে,
কোথায় হারিয়ে যায়!

জীবন কি শুধু মিছে খেলা, কোলাহল?
মিথ্যে সুখ-বেদনার আনন্দ গরল?
ধরণীর আলোয় এই জীবন যদি মিছে হয়,
পেছনে কোন সত্য আছে লুকায় ?

পরে পড়বো
৬২
মন্তব্য করতে ক্লিক করুন