নদীর চরে সুখের পারে
ফেলে দিয়ে বাধা ঘরে
নীল আকাশে ভেসে পাখিরে
কোথা যাও যেথা চায় আঁখিরে।
কেন যাও উড়ে বারে বারে
লাগেনা ভালো একই বাধা ঘরে
ফেলে দিয়ে কষ্টে বাধা নীড়ে
কেনো যাও অজানায় ফিরে।
নীল আকাশের মায়ার ডাকে
বারে বারে যাও হেলায় উড়ে
মন পড়েনা মাটির বাসায়
উড়ে যাও স্বপ্নমাখা কুটিরে।
৬৭

মন্তব্য করতে ক্লিক করুন