Amarendra sen

কবিতা - কোথা খুঁজে পাবো

Amarendra sen
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ গান, ধর্মীয় কবিতা

কোথা খুঁজে পাবো তারে
হৃদয় চাহে যারে,
যার কাছে লুকাইয়া আছে
সেই অনন্ত সুধা,
পাইলে যারে মিটে যায়
জনমের সব ক্ষুধা ।
আশা নিয়ে বসে আছি
হলো মন মৌমাছি
কবে যে বাজিবে বসন্ত-বাঁশি
ফুটিবে হৃদয়-কুসুমের হাসি,
অনন্ত আশা হবে চির শান্ত
রবে শুধু আনন্দ আর হাসি।

পরে পড়বো
১৫০
মন্তব্য করতে ক্লিক করুন