Amarendra sen

কবিতা - কোথা খুঁজে পাবো

Amarendra sen

কোথা খুঁজে পাবো তারে
হৃদয় চাহে যারে,
যার কাছে লুকাইয়া আছে
সেই অনন্ত সুধা,
পাইলে যারে মিটে যায়
জনমের সব ক্ষুধা ।
আশা নিয়ে বসে আছি
হলো মন মৌমাছি
কবে যে বাজিবে বসন্ত-বাঁশি
ফুটিবে হৃদয়-কুসুমের হাসি,
অনন্ত আশা হবে চির শান্ত
রবে শুধু আনন্দ আর হাসি।

পরে পড়বো
১০৭
মন্তব্য করতে ক্লিক করুন