কত ভালোবাসো তুমি মোরে
ওগো প্রিয় সুন্দর ফুল।
না চাহিলেও পাঠাও তুমি
বাতাস ভরিয়া মধুর সুবাস
সুখের বার্তা প্রেমের সুহাস
হয়না কখনো তোমার ভুল।
নিশি রাতে চাঁদের সাথে
হাস তুমি জ্যোৎস্না রাতে
ঊষার আলো লাগে আরো ভালো
ফোটয় যদি শাঁখে ভোরের মুকুল ।
তোমায় আমি ভালোবাসি
তোমার তরেই সুখে হাসি
সকল ভালোবাসা তোমায় তরে
উঠায় ফুটে হৃদয়ের মুল।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন