বাতাসের লাগিলে সুখের দুল
. কাঁটারে বলে সন্ধ্যার ফুল,
কেন বাধা দাও ওলিরে আসিতে
ভালোবাসি আনন্দে ভাসিতে;
কিবা ক্ষতি যারা মোরে ভালোবাসে
রহে মোর সুখে-দুখে পাশে?
কাটা বলে স্বভাব কোমোল তোমার
তদুপরি সুরূপা অপার-
যায়কি বোঝা কেবা ভালোবাসে
(কেবা) কুলিশ দিতেই শুধু আসে?
বুঝিতে সবার অন্তরের কথা
অনেক ভাবিয়া তরুরাজ,
বিছায়ে রেখেছে লভিবার ব্যাথা
ফুটায়ে তাই কণ্টক মাঝ ।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন