Amarendra sen

কবিতা - মৃত্যুত্তর যন্ত্রণা ?

Amarendra sen

তোমারে প্রশ্ন করি হে মৃত্যুর অধীশ্বর
যত দুঃখ কষ্ট বয়ে যত নির্যাতন সয়ে ;
বেঁচে থাকে মানুষ এই সুন্দর ভুবনে
বেদনার অজস্র ক্ষত চিহ্ন দেহমনে লয়ে;
তার চেয়োও আছে কি আরো কিছু বেশি
তোমার অনন্ত আধার ঘেরা মৃতুপুরে ?
তুমি কি রেখেছো সাজায়ে পলে পলে
অনন্ত যন্ত্রণার রসদ সপ্ত নরক ঘিরে?
পৃথিবীতে মানুষ যে কষ্ট বেদনা সহে
মনের রন্ধ্রে রন্ধ্রে দেহকে অধিকার করে ,
তুমি কি দিতে পারো আরো বেশি যন্ত্রনা
মৃত্যুত্তর দেহহীন মানব মনের শরীরে?
ঘুমের ঘোরেও আসে কত অভিঘাত শরীরে
দুঃখ কষ্টের অনুভবে মোরা কাদি হাসি
কিন্তু মৃত্যুর পরেও কেমন যন্ত্রনা রেখেছো
দেহহীন মনে হে ভীষণভাবনা বিলাসী।

পরে পড়বো
২৭
মন্তব্য করতে ক্লিক করুন