নেই হীনতা ব্যর্থতায়
বিজয়ীতো একজনই হয়
সাফল্য নিজের হাতে
যদি উপযুক্ত করা যায় নিজেকে
পরিশ্রম আর সাধনাতে ,
বিজয় নিশ্চয়।
ভুল করে না শুধরিয়ে
আরো ভুল করি,
ব্যর্থ হলে অন্যের সাফল্যে
হীনমন্যতায় ভুগে-মনের জ্বালায় মরি ,
আরো বিপন্ন হয় জীবন
শুকিয়ে যায় মনের থেকে
সব উন্নতির স্রোত
ব্যর্থ হই করতে মোরা
জীবনের আনন্দ ভোগ।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন