পৃথিবীতে আছে প্রাচুর্য আছে দৈন্য
আছে সুখ দুঃখ বিষাদ আনন্দ হাসি,
এক দল ক্ষমতায় প্রবল
ধন সম্পদ নিয়েছে হাতের মুঠোয়,
যেমন চায় মন পৃথিবীকে ভোগ করে,
বাকি সব ক্ষুধার অন্ন খুঁজে পেতে খেটে খেটে
এই দুনিয়াতে মাথা কুটে মরে।
সাম্যবাদ ধনবাদ রাষ্ট্রবাদ আরো কত বাদ
পেটের ক্ষুধা মেটায়না তত্ব আর তত্ত্বের হোতা
আজ যে সংগ্রামের দিশারী খেটে খাওয়ার নেতা
ক্ষমতা পেয়েই হয়ে যায় স্বৈরাচারী
সংগ্রামে যতই মহান হোক ;
ভোগবিলাস আর ক্ষমতার দর্পে মেদিনী কেঁপে যায়
ভুলে যায় নিরন্নদের মুখের গ্রাস
করেছে তাকে রাষ্টের নায়ক ।
এমনি চলে সমাজে চক্রাবর্তন নাম শুধু পরিবর্তন
লংকায় পৌঁছে নিপীড়িতের নেতা
মোহিত হয় দেখে দশানন
ক্ষমতার পরম ভক্ত হয়ে ক্ষমতার মোহে
নিজেরে সাজায় রাবণ।
৮৯

মন্তব্য করতে ক্লিক করুন