Amarendra sen

কবিতা - নর পিশাচ প্রস্নের উত্তর দাও

লেখক: Amarendra sen

মানুষ পৃথিবীর শ্রেষ্ট জীব
তার ওপরে আর কেহ নাই
মানুষ আজ যা করছে কাজ
গুলিয়ে দিচ্ছে ভাবনাটাই।
যদিনা আক্রান্ত হয় কখনো
পশুও করেনা আঘাত অন্যেরে
আজ সবল পিষে দেয় দুর্বলেরে
শুধু পেশি আর সংখ্যার জোরে।
দুহাত তুলে যে অসহায়
কেঁদে কেঁদে ভরসা চায়
তারই ঘরে ঢুকে হেসে হেসে
ধন সম্পদ লুটে নিয়ে যায়।
যে অসহায় অরক্ষিত মা বোন
ভাই বাঁচাও বলে বাঁচতে যায় ছুটে
ভাই নরপিশাচ তাই হিংস্র লালসায়
সেই মা বোনরই সম্ভ্রম নেয় লুটে।
কি করে তোমরা মানুষ হয়েছ
মানব শরির নিয়ে মানবতা হীন
পশুর লালসাকেও মানিয়ে হার
নরকে বিলাসিছ পিশাচের অধীন ?
মানুষ তুমি পশুর চেয়েও এতো নিচ
কেমন করে হলে বলো দুনিয়ার
কোন স্রষ্টা তোমাকে করেছে মানব
উত্তর নেই তাই প্রশ্ন করি বার বার।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৩৯৮ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন