Amarendra sen

কবিতা - অসি ও হাসি

Amarendra sen
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ সাম্য-জীবনমুখী কবিতা

ক্ষমতার বলে জয়
কখনো বিজয় নয়
ক্ষমতা পারেনা দিতে কিছু,
শক্তি দিয়ে যা কিছু
শুধু ক্ষনিকের লাভ হয়
শুধু ভয় দিয়ে জয় ;
দুর্বলের পরাজয় যত
করেছে যারা মাথা নত
হৃদয়ে মানেনি কখনো হার
শুধু হাতে ছিল না
শক্ত শানিত তলোয়ার
তাই পারেনি তুলিতে মাথা তার,
হয়নি ছিন্ন দম্ভের শির
নত শিরে রয় বীর,
মৃত্যুর চেয়ে হীন
অগৌরব চির মলিন
পরাজয়ের কাছে বিজিত যত
নিরুপায়ে করেছে মাথা নত।
শুধু একটি ফুল
হোক না গন্ধ বিহীন
কিবা নাম গোত্র হীন
আর হৃদয়ের ভালোবাসা
ভরসার মধুর হাসি
করে দিতে পারে তোমারে
বিশ্ব জয়ী অবহেলে
যা পারে না দিতে শানিত অসি।

পরে পড়বো
২২৩
মন্তব্য করতে ক্লিক করুন