সত্য শিব প্রেম পূজারিণী

Amarendra sen Amarendra sen

নবীনা কিশোরী পরমা রূপসী
হৃদয়ে প্রেমের অরুণ উষশী
অনুরাগ মগনা যৌবনবতী
মেনকা ললনা গিরির পার্বতী
হরবল্লভী হতে অভিলাষী,
দুনয়নে ধায় মদনের তীর
ত্রিনয়ন ভেদী পশে শিবশির ;
ষড়ৈশ্বর্য যার,কামনা তার ভৃত্য
শিরপরি মদনের মরিবার নৃত্য
ব্যর্থ গৌরীর মলিন হাসি ;
ধিক এ যৌবন ধিক রূপরাশি
যদি প্রাণপ্রিয় না হয় পিয়াসী ,
তনুস্বর্ণপাত্রে রূপের রসরাশি
অপেয় যে নহে কাম লোভবশী,
কন্দর্পশাসি ত্যাগসুখ বিলাসী ।
ব্যর্থ অভিলাষে আশাভঙ্গ বিবসে
ভগ্ন হৃদয়ে নয় কঠিন প্রতিজ্ঞায়,
জপমালা গলে বাঁধি বক্ষ যুগলে
স্বেতরক্ত-বর্ণ-শালী-তরুবল্কলে
তরুণী রূপসী প্রেম ভিখিরিনী ;
ছাড়ি রাজবেশ কলাপহীনকেশ
তৃণের মেখলা কটিতলদেশ
মনি মুক্তহার মহার্ঘ অলংকার,
শিব নাম সার জপমালা হার
শীর্ণা অপরূপা জটাধারীনী ;
তাপসীর বেশে গিরিবন দেশে
গিরিকন্যা একলা আজানা দেশে
কঠোর সাধনে লভিতে হর হিয়া
যোগিনি হলেন ত্রিলকেশ্বর প্রিয়া
সত্যশিব প্রেম পূজারিণী।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৮৮ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন