চিরানন্দময় জীবজীবনসুধা
পরমপিতা তুমি জগৎ বিসবিতা।
তব রসসিন্ধুতে জগৎ উদ্বেলিত
বাহ্যসুখে বিশ্ব বিমোহিত ;
বসন্ত মাধবী সুবাসে কিবা বরণ বরিষণে
সবুজ অরণ্য কিবা কুসুমের ঘ্রানে
মায়াময় সন্ধ্যার মৃদুআলোহাসি
শিশির ভেজা ভোরের উষশী
উদ্বেল উচ্ছল নদীর অবিরাম কলগানে
বিশ্বহৃদয় গুঞ্জরিছে তোমারি আনন্দগানে।
দুখ তাপ ভুলিয়া হয় বেপথু হৃদয়
তব প্রেম বহ্নি যবে ছুঁয়ে যায়,
আনন্দ বিধূত বিগলিত মনে
প্রেম তব সলিল হয়ে বয়ে যায় নয়নে।
০৫/০৬/২৩
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন