Amarendra sen

কবিতা - সাধু ও সাধনা

Amarendra sen
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ধর্মীয় কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা

সাধুমন সাধে সকল সাধনা
বাঁচার যত আছে আরাধনা।
সাধু হতে হয় মনের বনে
সৎ প্রতিজ্ঞা সাধিতে জীবনে।
কারণমুখী হলে তবেই মন
হয় আধ্যাত্মিক সৎ জীবন
শুধু লাগে মন সাধু হতে
হয়না বন জঙ্গলে যেতে ;
যেই পরম সমবেগের কারণে
সৃষ্টি জন্ম মৃত্যু বিশ্ব ভুবনে ,
তাঁকে জানার প্রয়াসী জীবনে
সাধুমন হয় আত্মাতে মন্মনা।

পরে পড়বো
১৯০
মন্তব্য করতে ক্লিক করুন