সাধু করে সেই সকল সাধনা
বাঁচার আছে যত আরাধনা।
সাধু হও সবে মনের বনে
সৎ প্রতিজ্ঞা সাধিতে জীবনে।
কারণ মুখী হলেই এই মন
আধ্যাত্মিক হয় সৎ জীবন
কিছু লাগেনা আর সাধু হতে
হয়না বন জঙ্গলে যেতে ;
যেই পরম সমবেগের কারণে
সৃষ্টি জন্ম মৃত্য বিশ্ব ভুবনে ,
তারে জেনে প্রয়াসী জীবনে
সাধুমন হয় আত্মাতে মন্মনা।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন