Amarendra sen

কবিতা - শক্তি শঙ্খ উঠলো বেজে

লেখক: Amarendra sen

নিদ্রাহীন রাতে চোখের জলে
কতদিন বালিশ গেছে ভিজে ;
কতযে কেঁদেছি নীরবে বসে
তাও জানিনা আমি নিজে |
কেই মূল্য দেয়নি- কোনো মূল্য নেই
নোনা জলে মাটি ভিজে গেছে বাগানের
তবুও একটা চারাগাছ বেরোয়নি আজও-
সেই ভেজা মাটি ভেদ করে —
শুধু বুক ফেটে বেরোচ্ছিল সীমাহীন ব্যাথা
যা বোঝাতে পারেনি কখনো আমার মুখের কথা |
একসময় শুকিয়ে গেলো চোখের জল
তবুও শান্ত হলোনা মনের ব্যাথার অনল ,
কিন্তু মনে হলো কান্না আমায় করেছে দুর্বল ;
ব্যাথা কে চোখের জলে নয় –
রূপান্তরিত করতে চেষ্টা করলাম মনের সিংহ তেজে
হঠাৎ উঠলো দুর্দম বেগে কর্ম শক্তির শঙ্খ বেজে ,
আমার ভেতরে এমনি করেই –

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৯ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন