Amarendra sen

কবিতা - সে এলোনা

Amarendra sen

বলেছিলো তবু কেন সে এলোনা
ভেবে ভেবে মন হলো যে উন্মনা ।
কিজানি কেন আজও এলোনা
আসার পথ বুঝি শেষ হলোনা।
কত ভাবি মনে মনে কতো কল্পনা
নেই শেষ মনে ভাবনার আনাগোনা,
জীবন পথে নাই আশার সীমানা
আসব বলে কত বার আসা হল না।
সে চলে গেলো আর তো এলোনা
সে বলে গেলো তবু ফিরে এলোনা,
আশায় আশায় শুধু দিন চলে যায়
রয় পরে হৃদয় ভরে তারি বেদনা।

পরে পড়বো
১৮৬
আবৃত্তি করেছেন: অ ম রে ন্দ্র সেন
মন্তব্য করতে ক্লিক করুন