Amarendra sen

কবিতা - সেই এক জনই আছে

Amarendra sen
বুধবার, ২৭ আগস্ট ২০২৫ সাম্য-জীবনমুখী কবিতা

এমনি বুঝে উঠতে পারিনা
এই জীবনের চলার পথে-
বেঁচে থাকার রথে ,
সুখ দুঃখ ভালো মন্দ ,
উত্থান পতন আনন্দ নিরানন্দ
সব কিছুর শুধুই আমার-
আমার কর্মই- ফল হয়ে
আসে এক এক প্রপঞ্চে ।
তারই মাঝে যখন
খুব কঠিন সময়ে আসে
যখন হারিয়ে ফেলি ভরসা নিজের পরে
কাউকেই দেখিনা পাশে;
তখন একজনের কথা শুধু মনে পরে
তখন মনে হয় এই পৃথিবীতে
কেউ আছে কিবা নেই
থাকলেও মূল্যই কিবা তার ,
যা’ আমার কাজে আসে না –
তখন মনে হয় সেই একজনই আছে
আমার প্রিতিটি বাঁচার লড়াইয়ে
লৌহ স্তম্ভের মতো দাঁড়িয়ে থাকে ,
আমার অস্তিত্বকে ধরে।

পরে পড়বো
১২৩
মন্তব্য করতে ক্লিক করুন