Amarendra sen

কবিতা - সেকি সুখী হতে পারে

লেখক: Amarendra sen

সেকি সুখী হতে পারে কভু
এই পৃথিবীতে
পরের সুখে সুখী নয় যে
দুঃখে গলে না হৃদয় যার
পরের দুঃখেতে ?
বিশ্ব হৃদয় আছে বিছায়ে
এই পৃথিবীতে
তারই সাথে আছে যোগ সবার
নিজেকে দিলেও ফাঁকি বারবার
পারেনা তারে দিতে।
তাই দীনহীন হয়েও অন্তনাই
সুখের এজগতে
বাসিতে পারে ভালো যেজন
সুখে দুঃখে হতে পারে আপন
চেনা অচেনার সাথে ।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৯৫ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন