উঠলো বেজে শ্যামের বেণু
ফুটলো ফুল ব্রজের বনে ,
গন্ধে বাতাস মাতাল করে
ভাসিয়ে মধুর ফুলের রেণু।
যমুনার জল উথাল পাথাল
শ্যামের প্রেমের সবাই কাঙাল ;
বনের হরিণ সকল প্রাণী
রঙিন ময়ূরী পাখির রানী ,
খোঁজে কোথায় প্রাণের কানু
ছুটে এসে ব্রজের ধেণু।
বাঁশির সুর হৃদয়ে পশে
আকুল সবাই প্ৰেমের রসে ,
পাষান সকল কুসুম হয়ে
গাভীর পদের চিহ্ন নিয়ে
শিথিল বুকে মজেছে হরি নাম,
আনন্দ আকুল হলো ব্রজধাম ,
তরুলতা গায় শ্যামের গাঁথা
রাঙিয়ে দিয়ে শ্যামল তনু।

পরে পড়বো
৪৫
আবৃত্তি করেছেন: অ ম রে ন্দ্র সেন
মন্তব্য করতে ক্লিক করুন