জগতে সব কিছু হেথায় বাধা সীমায়
যারে বলে মায়া
যা কিছু দেখা যায় চোখের আলোয়
সব কিছু ছায়া ,
আসল সত্য সদা যায় না কভু দেখা
রয় আঁধারে অদেখা
এমনি সৃষ্টির রহস্য সদা রয় অন্তরালে
নীরব গোপনে লেখা।
দেখি সুন্দর অবারিত নীল আকাশ
তাতে কোনো রং নেই
অন্তরীক্ষ আকাশ ছায়াপথে তারারমেলা
ভাবনা হারায় খেই।
মানুষ শুধু শরীরনয় আছে অদেখা হৃদয়
অনন্ত ভাবের আধার
হৃদয় ভাবতে পারে সীমা ভেদ করে
অনুভবে অসীমের পার।
কবিতা - সীমায় বাধা যারে বলে মায়া
Amarendra sen
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫
রম্য কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা
২০৩

মন্তব্য করতে ক্লিক করুন