Amarendra sen

কবিতা - সীমায় বাধা যারে বলে মায়া

Amarendra sen

জগতে সব কিছু হেথায় বাধা সীমায়
যারে বলে মায়া
যা কিছু দেখা যায় চোখের আলোয়
সব কিছু ছায়া ,
আসল সত্য সদা যায় না কভু দেখা
রয় আঁধারে অদেখা
এমনি সৃষ্টির রহস্য সদা রয় অন্তরালে
নীরব গোপনে লেখা।
দেখি সুন্দর অবারিত নীল আকাশ
তাতে কোনো রং নেই
অন্তরীক্ষ আকাশ ছায়াপথে তারারমেলা
ভাবনা হারায় খেই।
মানুষ শুধু শরীরনয় আছে অদেখা হৃদয়
অনন্ত ভাবের আধার
হৃদয় ভাবতে পারে সীমা ভেদ করে
অনুভবে অসীমের পার।

১৪৬
মন্তব্য করতে ক্লিক করুন