শীতল হাওয়ায় এলো হেমন্ত
শিউলি ভরে দিল মধুর গন্ধ ,
লতার কোলে আনন্দে দোলে
আজি শুভ্র মল্লিকা সুমন্দ।
নির্মল আকাশ নীল নিচোল
আজি হেমন্তে শান্ত সুলল
সুখের ভূবনে ভাসিছে সুগন্ধ
আনন্দের নিবিড় নিঃসন্দ।
মধুর হাওয়ায় হৃদয় জুড়ায়
দূর হলো সব অবসাদ মন্দ
এস সবাই আনন্দে গান গাই
হৃদয় হতে মুছে যাক নিরানন্দ।
৫৭

মন্তব্য করতে ক্লিক করুন