জগতের বিধাতা হে মহান পিতা
আমার যা কিছু সবইতো তোমারি।
তুমি ছাড়া আর কিছু নেই এই ধরার
ত্রিভুবনের যা কিছু সৃষ্ট সব তোমারি
তোমার দেওয়া ছাড়া কিছু নেই আমার
যা’ দিয়ে মনের মত কিছু গড়ে নিতে পারি।
তোমার সৃষ্টির রসদ ছাড়া
আমিতো ছিন্ন উৎস হারা ,
না পাহিলে কিছু সৃষ্টি হতে তোমারি
এক কণাও মোরা কিছু সৃজিতে নারি।
যা কিছু লয়ে আমি এ ভুবনে বাঁচি
যাহাদের মাঝে সুখে দুঃখে আছি ,
সবই তোমারি সৃষ্টির অমোঘ দান
কিছু চাহনা তুমি তাই তুমিযে মহান।
তুমি সকল জীবের জীবন উৎস
অবুঝ আমরা তাই বুঝিতে না পারি
আমার কিছুই নয় তবু ভাবি সব আমারি
মোদের যা কিছু সবইতো শুধু তোমারি।
৯৫

মন্তব্য করতে ক্লিক করুন