যে উন্নতির স্থিরতা নেই-
নেই স্থায়ীত্ব যেই সভ্যতার,
তার মূল্য কতটুকু থাকবে
ইতিহাস করবে বিচার।
অন্যকে বঞ্চিত করে অসহায়তার সুযোগ ধরে
বৈভব যদি হয় সম্ভব
সেতো চৌর্য বৃত্তির পরাকাষ্ঠা ,
বিত্ত্বশালী হয়েও অবহেলা করে পরিপার্শিকের
করে না সমাজের উপকার
অসংবেদনশীল কিছুটা পাশবিক চরিত্র নয় কি তার?
শক্তিশালী পরাক্রমশালী মহাবলী
অথচ সদা রয় শংকিত
তার শক্তির মূল ভিত্তি ভঙ্গুর ;
অসৎ কখনো হতে পারে শক্তিশালী
শান্ত এবং সংহত ?
আজকের নব্য সভ্যতা
কত শত বৎসর করেছে পার ?
গর্বের ফানুস উড়বে কিনা জানিনা
নীল আকাশ দেখার মতো মানুষ
শত বর্ষ পরে থাকবে কিনা আর ?
শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে
অতি কোমল সজ্জায়
স্বপ্ন দেখি ভয়ংকর- হিমেল হওয়ায়
লোভ আর হিংসার আণবিক আগুনে
সুন্দর সবুজ পৃথিবী
পুড়ে পুড়ে লাল হয়ে যায়।
১০৩

মন্তব্য করতে ক্লিক করুন