বেঁধে রাখা পথে সমাজের রথে
চিরা চলিত জীবন –
চলতে পারে যে মানব সমাজে
কাঙ্খিত বলে স্বজন ,
রীতি সংস্কারের পিতৃপুরুষের
হয় যেন শুদ্ধ রক্ষণ ;
যারা ভাবে শুধু নিয়ম পালন
সুস্থ সমাজের লক্ষণ;
তাঁরা বোঝেনা যে রীতির লক্ষ কি-
রীতির উদ্দেশ্য ঋদ্ধি ,
অবুঝের মতো রীতি মেনে চলা
যদি রুদ্ধ করে বৃদ্ধি ,
রোধে উদ্বর্তন রীতির চলন
সে নয় রীতির পালন।
না জেনে সহজ অনু পথে হেটে
জীবনটা যায় ঘেটে ,
হয়না সুযোগ ভেবে দেখে চলা
(মস্তিষ্কে )বুদ্ধিনারী যায় কেটে ।
(যেমন) সুখের খাঁচায় বসে ফল খায়
পাখি ভুলে যায় ওড়া-
বাঁচার অমৃত মানুষকে দিতে
(সমাজ) জোর করে দেয় সুরা।
৮৮

মন্তব্য করতে ক্লিক করুন